রবিবার, ১ মে, ২০১৬

উঁড়াল বন্ধুরে...রিঙ্কু

ও ও আমার উঁড়াল বন্ধুরে.....
আমার.... আঁড়াল বন্ধুরে....!!
উঁড়াল দিয়াছ রে বন্ধু....
উঁড়াল দিয়াছ.....
আঁড়াল শিইখাছ রে বন্ধু....
আঁড়াল হইয়াছো...
আমার উঁড়াল বন্ধুরে...
আমার আঁড়াল বন্ধুরে...

উজান দেশে থাকরে বন্ধু...
পূবালী হাওয়াতে....
ভাঁটির দেশে বাঁচি আমি....
সামান্য আয়ুতে...।।
আমায়... ফাঁকি দিয়া গেছ রে বন্ধু...
দুই ডানার জুড়ে...
আমার... উঁড়াল বন্ধুরে....
আমার...আঁড়াল বন্ধুরে...

চাঁন্দের সঙ্গে ভাসরে বন্ধু...
সুখেরও হাসিতে....
ধুলোর পথে হাঁটি আমি...
জীবনও বাঁজীতে...!!
আমায়... উঁদাস কইরাছো রে বন্ধু...
সাত রঙের সুরে....
আমার...আঁড়াল বন্ধুরে....
আমার উঁড়াল বন্ধুরে...
আমার.... আঁড়াল বন্ধুরে....
উঁড়াল দিয়াছ রে বন্ধু...
উঁড়াল দিয়াছ...
আঁড়াল শিইখাছ রে বন্ধু...
আঁড়াল হইয়াছো....।।

শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

এ জীবনে সুখ কোথায় ;

প্রতিটি মানুষ জীবনের শরুতে নানামুখী প্রতিকূলতার মাঝেও ভালোবাসা পাওয়া ব্যাকুলতা বুঝতে পারে। বুঝতে পারে বয়সের উম্মাদণা। মনের ভিতরে আঁকতে থাকে কল্পনার মানুষটিকে। একসময় হৃদয়ের টানে ছুটে আসে কাছাকাছি। হয়ে যায় পৃথিবীর সবচেয়ে কাঙ্খিত ভালোবাসা....। আমারও তাই হয়েছিল। আমার জীবনেও এসেছিল একজন। মনের মাধুরী মিশিয়ে সযত্নে রেখেছিলাম অন্তরের অন্তস্তলে। সাঁজিয়েছি দিনরাত ভালোবাসার রঙে। ভালোবাসার বাঁধনে বেঁধেছিলাম হৃদয়ের ঘরে.....। কিন্তু হায়!  সবার কপালে বিধাতা সবকিছু লেখেননি...! সব বাঁধন ছিন্ন করে ভালোবাসার শিকল ছিড়ে হারিয়ে গেল আমার সীমানা থেকে বহুদূর..... আমাকে একা করে !

অনলাইনে ফেসবুক টুইটার গুগলিতে কত জায়গায় ঘুরছি লিখছি কিন্তু কিছুতেই মনের কথাগুলো, জমানো কষ্ট গুলো লিখতে পারি না, সামাজিকতা আমাকে স্তব্ধ করে দেয়...। মনের কথাগুলো শেয়ার করার মতো একজন সঙ্গীও মহান আল্লাহ্ আমাকে দিল না, যে বুঝবে আমার হৃদয়ের কান্না....!

তাইতো ছদ্মনাম নিয়ে আসতে হলো....। আমি লিখবো, মনের যত ব্যথা, জীবনের যত ব্যর্থতা, কষ্টে ভরা স্মৃতিকথা...... যে জীবনে মনের কষ্টগুলো বলার মত সঙ্গী হয় না, অনলাইনে শেয়ার করতে হয় ছদ্মনাম ব্যবহার করে, নিজেকে লুকিয়ে রাখতে হয় হাসির আবরণে...... সে জীবনের সুখ কোথায়....?!!!